ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৪ | ৫:২০ পিএম
অনলাইন সংস্করণ
২১ হাজার ৯৪৩ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
১২ ডিসেম্বর, ২০২৪ | ৫:২০ পিএম
![২১ হাজার ৯৪৩ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/12/20241212160843_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আগামী বছর জ্বালানি তেল, সার, এবং পাঠ্যপুস্তকসহ বিভিন্ন খাতে প্রায় ২১ হাজার ৯৪৩ কোটি টাকার ক্রয় পরিকল্পনা অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১১ হাজার ২৩৩ কোটি টাকার অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সৌদি আরামকো থেকে ৭ লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড আমদানিতে খরচ হবে ৬ হাজার ২৫ কোটি টাকা। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) থেকে ৬ লাখ টন মারবান গ্রেড তেল আমদানিতে খরচ হবে ৫ হাজার ২০৮ কোটি টাকা।
সিঙ্গাপুর ও ইউএই থেকে ১০ হাজার ৭১০ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত হয়েছে, যার মোট খরচ ধরা হয়েছে ৭০৮ কোটি টাকা।
কৃষি খাতে সারের আমদানি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি থেকে সার আমদানি করা হবে।
ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের আরও ৫ কোটি ৫২ লাখ কপি বই মুদ্রণের জন্য ৪২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও রোহিঙ্গা প্রকল্পফেনী নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের জন্য ৬৩০ কোটি টাকা বরাদ্দ।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় পূর্ত কাজের জন্য বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় ১২১ কোটি টাকা বরাদ্দ। ভোজ্যতেল ও মসুর ডাল আমদানি টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ৯৫ কোটি টাকা।
এছাড়া, ৩৮ লাখ লিটার সয়াবিন তেল ও ১ কোটি ১০ লাখ লিটার পাম অয়েল কিনতে বরাদ্দ করা হয়েছে ১৯৬ কোটি টাকা।
এই বিশাল ক্রয় পরিকল্পনার মাধ্যমে সরকারের বিভিন্ন খাতের চাহিদা পূরণ এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- জ্বালানি তেল
![২১ হাজার ৯৪৩ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)