ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৩:৫৯ এএম

২২০ বাংলাদেশি কলকাতা বিমানবন্দরে আটকা

৭ জানুয়ারি, ২০২৫ | ৯:১৩ এএম

২২০ বাংলাদেশি কলকাতা বিমানবন্দরে আটকা

ছবি: সংগ্রহীত

২২০ জন বাংলাদেশি কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে আটকা পড়েছেন। রোববার গভীর রাত থেকে সেখানে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। যাত্রীদের অভিযোগ, সকাল গাড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে, সে বিষয়েও কোন তথ্য জানানো হয়নি।

 

 

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়ালালামপুর বিমান বন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা ছিল। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে বিমানের নারী-শিশু ও অসুস্থ রোগীদের অনুরোধে মানবিক বিবেচনায় তাদের সিকিউরিটি চেকপয়েন্টের যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়।

 

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাতটায়ও বিমানবন্দরে আটকে রয়েছেন বাংলাদেশি যাত্রীরা। তারা জানায়, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুর এর হেড অফিস এর কোথাও যোগাযোগ স্থাপন করতে পারেননি।

২২০ বাংলাদেশি কলকাতা বিমানবন্দরে আটকা