ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৪ | ৫:০ এএম
অনলাইন সংস্করণ
২৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এলো জাহাজ
২০ অক্টোবর, ২০২৪ | ৫:০ এএম
![২৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এলো জাহাজ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/19/20241019155700_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পটুয়াখালীর পায়রা বন্দরে ২৩ হাজার ৮৩ মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে ‘এমভি ওয়েস্টার্ন ভেঞ্চার’ নামের একটি বিদেশি জাহাজ।
পায়রা বন্দর সূত্রে জানা গেছে, কয়লাবাহী জাহাজটি বালিকপাপন বন্দর ইন্দোনেশিয়া থেকে ছেড়ে এসেছে। বেলা ১১টার দিকে ২৩ হাজার ৮৩ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা সমুদ্র বন্দরের তাপবিদ্যুৎ প্রকল্প বিসিপিসিএল জেটিতে আসে। জাহাজটিতে মোট ২০ জন বিদেশি নাবিক রয়েছেন।
উল্লেখ্য, এর আগে, ৩৫৪টি জাহাজ পায়রা সমুদ্র বন্দরে আগমন করেছে। চলতি বছরে ৫৪টি, ২০২৩ সালে ৭৩টি, ২০২২ সালে ৯৫টি, ২০২১ সালে ৬৫টি, ২০২০ সালে ৫৬টি এবং ২০১৯ সালে ৮টি জাহাজ পায়রা সমুদ্র বন্দরে আসে।
- ট্যাগ সমূহঃ
- কয়লা
![২৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এলো জাহাজ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)