ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪০ এএম
অনলাইন সংস্করণ
৩৩০ কোটি টাকা ব্যয়ে গেম ও অ্যাপ কাজেই এলো না
৮ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪০ এএম
![৩৩০ কোটি টাকা ব্যয়ে গেম ও অ্যাপ কাজেই এলো না](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/07/20241207164214_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য নেওয়া ৩৩০ কোটি টাকার প্রকল্পটি কার্যকারিতার অভাবে সমালোচনার মুখে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ তুলেছেন, প্রকল্পটি গ্রহণের পেছনে মূলত নিজেদের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যই প্রধান ছিল।
২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ তিন দফায় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। প্রকল্পের আওতায় ৩৮টি গেমিং ও অ্যাপস ল্যাব স্থাপন করা হয়েছে এবং প্রশিক্ষণে ১৩৫ কোটি টাকা ও গেম ও অ্যাপ তৈরিতে ১৬৪ কোটি টাকা ব্যয় হয়েছে।
২১ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের থ্রিডি হলোগ্রাম। শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ নামে একটি গেমিং প্ল্যাটফর্মের উদ্বোধন। প্রকল্পে করোনা মহামারিকালে ৪০ লাখ টাকা ব্যয়ে তৈরি ‘লাইভ করোনা টেস্ট’ প্ল্যাটফর্মের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ডিজিকন টেকনোলজিস ও মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড (এমসিসি) মিলে প্রকল্প থেকে ৩০ কোটি ৪৪ লাখ টাকার কাজ পেয়েছে। অভিযোগ রয়েছে, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ হওয়ায় এমসিসি বিশেষ সুবিধা পেয়েছে।
নাটোরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসরুল আলম এবং পলকের ঘনিষ্ঠ সহযোগী মফিজুর রহমানের প্রতিষ্ঠানগুলোও প্রকল্পের কাজ পেয়েছে।
প্রকল্পের আট বছরে ১১ জন পরিচালক বদল হয়েছে। ৫ জন এক মাস থেকে ৯ মাসের মধ্যে কাজ ছেড়ে দিতে বাধ্য হন। একটি ক্ষেত্রে একজন পরিচালক মাত্র ১৩ দিন দায়িত্বে ছিলেন।
মোবাইল গেম ও অ্যাপ উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বিশ্বমানের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নেওয়া। তবে অদক্ষ বাস্তবায়ন, স্বজনপ্রীতি এবং অর্থের অপচয়ের কারণে এই প্রকল্পটি প্রত্যাশিত সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
- ট্যাগ সমূহঃ
- ব্যয়ে গেম ও অ্যাপ
![৩৩০ কোটি টাকা ব্যয়ে গেম ও অ্যাপ কাজেই এলো না](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)