ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩৮:০২ পিএম

৩৪ লাখ মার্কিন পরিবার সাশ্রয়ী বিদ্যুৎ প্রণোদনায় উপকৃত

৯ আগস্ট, ২০২৪ | ১০:৩ এএম

৩৪ লাখ মার্কিন পরিবার সাশ্রয়ী বিদ্যুৎ প্রণোদনায় উপকৃত

ছবি: সংগ্রহ

মূল্যস্ফীতির চাপে প্রভাবিত পরিবারগুলোর সহায়তায় কয়েক বছরে একাধিক উদ্যোগ নিয়েছে মার্কিন সরকার। এর মধ্যে একটি হলো এনার্জি ট্যাক্স ক্রেডিট। এ প্রকল্পে দেয়া প্রণোদনায় ২০২৩ সালের ৩৪ লাখ পরিবার উপকৃত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু।

 

ওই বছর যুক্তরাষ্ট্রে প্রযোজ্য পরিবারগুলো ৮৪০ কোটি ডলার করছাড় পেয়েছে। দেশটির অর্থ বিভাগ বুধবার জানিয়েছে, বিদ্যুৎ বিল যাতে কম আসে— এমন উপকরণ কিনতে সাহায্য করেছে সরকার। এতে উপকৃত পরিবারের সংখ্যা ২০২১ করবর্ষের তুলনায় ২০২২ করবর্ষে প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।

 

মার্কিন সরকারের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে যেসব পরিবার বাড়িতে সৌর প্যানেল লাগিয়েছেন তারা বছরে প্রায় ২ হাজার ২৩০ ডলার সাশ্রয় করেছেন। অন্যদিকে ঘর ঠাণ্ডা ও গরম রাখার পদ্ধতি ও সক্ষমতার ওপর ভিত্তি করে যেসব পাম্প লাগানো হচ্ছে, তা থেকে বছরে ৬০০ থেকে ৩ হাজার ১০০ ডলার সাশ্রয় হচ্ছে।

 

দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘মার্কিন পরিবারগুলোর জন্য খরচ কমানো জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনের শীর্ষ অর্থনৈতিক অগ্রাধিকার। ঘরবাড়িতে পরিবেশবান্ধব সরঞ্জাম সংযোজন ও মাসিক পরিষেবা বিল কমিয়ে সে লক্ষ্য পূরণ করছে মূল্যস্ফীতি হ্রাস আইন। আইনটির মধ্যমে ৩৪ লাখের বেশি আমেরিকান পরিবারের পরিবেশবান্ধব বিদ্যুতের জন্য সংযোজন ব্যয় কমেছে। এতে তারা বিদ্যুৎ বিলে কোটি কোটি ডলার সাশ্রয় করতে পারছেন।’

 

মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, পরিবারগুলো ২০২৩ সালের ট্যাক্স রিটার্নে পরিবেশবান্ধব বিদ্যুতে খরচের জন্য ৬০০ কোটি ডলারের বেশি সহায়তা পেয়েছে। এ অর্থ তারা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থায় খরচ করেছে। পাশাপাশি হিট পাম্প, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, তাপ নিরোধক যন্ত্রে বিদ্যুৎ সাশ্রয়ী সংযোজনে ২০০ কোটি ডলার প্রণোদনা পেয়েছে।

 

প্রতিবেদন বলছে, সাড়ে সাত লাখের বেশি প্রণোদনাপ্রাপ্ত পরিবার বাড়িতে সৌরবিদ্যুতের জন্য খরচ করেছে। আড়াই লাখ পরিবার বিদ্যুৎ বা প্রাকৃতিক গ্যাসচালিত হিট পাম্প, এক লাখ পরিবার হিট পাম্প ওয়াটার হিট ও সাত লাখ তাপ নিরোধক উপকরণে খরচ করেছে।

৩৪ লাখ মার্কিন পরিবার সাশ্রয়ী বিদ্যুৎ প্রণোদনায় উপকৃত