ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:০৯:৩৬ পিএম

৫বছরের মধ্যে এবারই সর্বোচ্চে আলুর দাম

২৫ নভেম্বর, ২০২৪ | ৭:২০ এএম

৫বছরের মধ্যে এবারই সর্বোচ্চে আলুর দাম

ছবি: সংগ্রহ

রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল পুরনো আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫ টাকার বেশি দামে। আর দেশী জাতের নতুন আলুর দাম আরো বেশি। প্রতি বছরই নভেম্বরে বাজারে নতুন আলু আসার ও ঠিক এর আগমুহূর্তে কৃষিপণ্যটির দাম কিছুটা বাড়তে দেখা যায়। তবে পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম পুরনো আলুর দাম কেজিতে ৭৫ টাকা ছাড়িয়েছে। এক বছর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর বাজারে আলুর কেজিপ্রতি মূল্য ছিল ৫০ টাকার মধ্যে।

 

দাম বাড়তি থাকলেও কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে চাহিদার তুলনায় আলুর উৎপাদন অনেক বেশি। তথ্যটি অতিরঞ্জিত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, বাজারে এখন আলুর সরবরাহ সংকট রয়েছে। আবার হিমাগার পর্যায়েও দাম বাড়ানো হয়েছে। এর পাশাপাশি বাজারে বিভিন্ন সবজি ও ডিমের দামে অস্থিতিশীলতাও আলুর দামে প্রভাব ফেলেছে। তবে দেশী ও আমদানীকৃত আলুর দাম কোনো অবস্থায়ই ৩৫-৪০ টাকার বেশি হওয়ায় কথা না। বাজারের বর্তমান পরিস্থিতির পেছনে এখন ব্যবসায়ী ও হিমাগার মালিকদের কারসাজিকেও দায়ী করছেন অনেকে।


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত বছরের ২৩ নভেম্বর দেশের বাজারে আলুর দাম ছিল প্রতি কেজি ৪৫-৫০ টাকার মতো। এর এক বছর আগে ২০২২ সালের একই দিনে বাজারে কৃষিপণ্যটির সর্বোচ্চ মূল্য ছিল ২৫ টাকা। আগের বছরের (২০২১ সাল) ২৩ নভেম্বর প্রতি কেজি আলুর দাম ছিল ২৫ টাকা।

 

২০২০ সালের একই সময়ে দেশে আলুর দাম ছিল প্রতি কেজি ৫০ টাকা। সে বছর করোনার প্রভাবে দাম বেড়েছিল। সার্বিক হিসাবে গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম প্রতি কেজি আলুর দাম ৭৫ টাকা ছাড়িয়ে গেল।

 

কৃষি অর্থনীতিবিদরা বলছেন, প্রতি কেজি আলুর দাম কোনো অবস্থাতেই ৩৫-৪০ টাকার বেশি হওয়ার কথা না। এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, ‘কোল্ড স্টোরেজে রাখা আলুর দাম প্রতি কেজি ৩০-৩৫ টাকার বেশি হওয়ার কথা না। আর আমদানি করলেও কোনোভাবেই ৪০ টাকার বেশি হওয়ার কথা না। কিন্তু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের মালিকরা আঁতাত করে এবার দাম বেশি বাড়িয়ে দিয়েছেন। কারণ এবার আলুর সরবরাহ সংকট ছিল। আলুর উৎপাদনের তথ্য অতিরঞ্জিত করা হয়েছে। তাছাড়া অন্য সব সবজি এবং ডিমের দাম বেশি থাকায় আলুর দামও কিছুটা বেড়েছে। তবে ব্যবসায়ীদের কারসাজি রুখতে সরকারে কোনো উদ্যোগই কার্যকর ছিল না।’ তবে আগামী মাসে বাজারে নতুন আলু এলে দাম কমে আসবে বলে

৫বছরের মধ্যে এবারই সর্বোচ্চে আলুর দাম