ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০১:৪৫ পিএম

৫০০ কোটি ডলার লোকসানের মুখে ওপেনএআই

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ১:০ এএম

৫০০ কোটি ডলার লোকসানের মুখে ওপেনএআই

ছবি: সংগ্রহ

চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনআই চলতি বছর ৩৭৯ কোটি ডলার আয় করতে পারে। তবে লোকসান হতে পারে আরো বেশি, ৫০০ কোটি ডলার। 

 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানা গেছে, ওপেনএআই গত মাসে ৩০ কোটি ডলার আয় করেছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় ১ হাজার ৭০০ শতাংশ বেশি। আগামী বছর কোম্পানিটি ১ হাজার ১৬০ কোটি ডলারের পরিষেবা বিক্রির আশা করছে।


গত সপ্তাহে ওপেনআইর নথি দেখার পর আয় ও লোকসান বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।


প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সমর্থন পেলেও বর্তমানে নতুন বিনিয়োগ খুঁজছে ওপেনআই। আশা করা হচ্ছে, এতে কোম্পানির বাজার মূল্য দাঁড়াবে ১৫ হাজার কোটি ডলার। এ দফায় বিনিয়োগে নেতৃত্ব দিচ্ছে থ্রাইভ ক্যাপিটাল, তারা ১০০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা করছে। আরেক বিনিয়োগ সংস্থা টাইগার গ্লোবালও এতে যুক্ত হতে চাইছে।

 

ওপেনআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রায়ার সম্প্রতি বিনিয়োগকারীদের জানান, তহবিল আহ্বান করার পর তারা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন। শিগগিরই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

 

প্রতিবেদনে বলা হচ্ছে, ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে লাভজনক ব্যবসা হিসেবে পুনর্গঠনের পরিকল্পনা করছে। তবে সহযোগী সংস্থা হিসেবে অলাভজনক অংশটিকে ধরে রাখা হবে। এ প্রক্রিয়া বিনিয়োগকারীদের অংশগ্রহণকে আরো সহজ করে দেবে।

৫০০ কোটি ডলার লোকসানের মুখে ওপেনএআই