ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫০:৪৩ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫ | ৩:২৮ পিএম

অনলাইন সংস্করণ

৫০ বছর পূর্তিতে চীনের কাছে বাংলাদেশের ২৪ প্রস্তাব

২০ জানুয়ারি, ২০২৫ | ৩:২৮ পিএম

৫০ বছর পূর্তিতে চীনের কাছে বাংলাদেশের ২৪ প্রস্তাব

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে বাংলাদেশ চীনের কাছে ২৪টি প্রস্তাব পেশ করেছে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন আজ সোমবার (২০ জানুয়ারি) পাঁচ দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন। তার সফরের মূল উদ্দেশ্য চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই'য়ের সঙ্গে বৈঠক করা, যেখানে বাংলাদেশ ২৪টি প্রস্তাব উপস্থাপন করবে।

 

 

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ চীনকে উত্থাপন করা প্রস্তাবগুলোতে শীর্ষ পর্যায়ের সফর বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং ক্রীড়া কার্যক্রমসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করেছে। চীনের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসকে মার্চ মাসে বেইজিং সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 

এছাড়া, ২৭-২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত বাও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই চীন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, যা পররাষ্ট্র উপদেষ্টার সফরকালে চূড়ান্ত হতে পারে।

 

 

বাংলাদেশের পক্ষ থেকে ২৪টি প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো, উচ্চ পর্যায়ের সফর বিনিময়।  বাংলাদেশের তরুণ নেতাদের চীনে এবং চীনা তরুণ নেতাদের বাংলাদেশে সফর। বাংলাদেশের বুদ্ধিজীবী/নাগরিক সমাজের সদস্যদের চীন সফর।  দুই দেশের মিডিয়া ও থিঙ্কট্যাঙ্ক সদস্যদের সফর বিনিময়।  ক্রীড়াদলের সফর বিনিময়। চীনা বিশ্ববিদ্যালয়গুলির সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতা বৃদ্ধি।  চীনা হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য সমঝোতা স্মারক সই।  দুই দেশের রাজধানীতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা। সিস্টার সিটি চুক্তি।  সাংস্কৃতিক প্রদর্শনী ও চীনে বাংলাদেশের সাংস্কৃতিক দলের সফর। চীনা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনুষ্ঠানের আয়োজন।  স্মারক ডাকটিকিট ও খামের যৌথ প্রকাশ।  বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন। চীনের জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন।  খাদ্য উৎসব আয়োজন। বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।  চীনে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব।  নৌকা বাইচ আয়োজন। যৌথ ঘুড়ি উৎসব।  সঙ্গীত উৎসব।  একক দেশের বাণিজ্য মেলা আয়োজন। বাণিজ্য প্রদর্শনী।  চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আমন্ত্রণ।  বাংলাদেশ বিনিয়োগ সেমিনার আয়োজন।

 

 

এনবিআর জানায়, এই প্রস্তাবগুলো দুই দেশের সম্পর্কের深化 এবং নতুন সুযোগ সৃষ্টি করবে, বিশেষত সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং শিক্ষাগত ক্ষেত্রে।

৫০ বছর পূর্তিতে চীনের কাছে বাংলাদেশের ২৪ প্রস্তাব