ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০১:১৬ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২০ এএম

অনলাইন সংস্করণ

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২০ এএম

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ

ছবি: সংগ্রহ

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। এই প্রতিবেদনে কমিশনগুলো তাদের সুপারিশসমূহ তুলে ধরবে, যা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য আশু পদক্ষেপ, মধ্যম মেয়াদি পদক্ষেপ এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার কী কী উদ্যোগ নিতে পারে তা নির্ধারণ করবে।

 

 

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রের সংস্কারের জন্য ছয়টি বিশেষ কমিশন গঠন করেছিলেন। এই কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে, অর্থাৎ ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার পর, গত ১৫ জানুয়ারি চারটি কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ে। এই চারটি কমিশন হলো: সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ৫ ফেব্রুয়ারি জমা দেয়।

 

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার এই পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর, রাজনৈতিক দল এবং বিভিন্ন শক্তির সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের তারিখ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করা হবে।

 

 

৪ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সংস্কার কমিশনের সুপারিশের আলোকে মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমতের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই বৈঠকের সভাপতিত্ব করবেন এবং এতে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

 

 

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের ১ মাস ৩ দিনের মাথায় ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়। এসব কমিশনের প্রধানদের মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুদক সংস্কার কমিশনের প্রধান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।

 

 

জাতীয় ঐকমত্য কমিশন এই সুপারিশগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে এবং পরবর্তীতে একটি পরামর্শসভা আয়োজন করবে, যাতে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দল এবং সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন।

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ