ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
‘বাকস্বাধীনতা’ নিয়ে কাজ করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইলন মাস্ক
ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস বলেছেন, টেসলা ও স্পেসএক্সের সিইও মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার আবেদন নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
![‘বাকস্বাধীনতা’ নিয়ে কাজ করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইলন মাস্ক](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/01/20250201162730_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাকস্বাধীনতার পক্ষে কাজ করার কারণে বিলিওনিয়ার ইলন মাস্ককে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস বলেছেন, টেসলা ও স্পেসএক্সের সিইও মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার আবেদন নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, বাকস্বাধীনতা এবং শান্তির মতো মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় মাস্কের অবদানের স্বীকৃতিস্বরূপ এই মনোয়ন দেওয়া হয়েছে।
স্লোভেনীয় রাজনীতিবিদ গ্রিমস নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে পাওয়া একটি নিশ্চিতকরণ ইমেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন। ইমেইলে লেখা ছিল, "২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে।"
তিনি সহ-প্রস্তাবকদের এবং মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গ্রিমস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "জনাব ইলন মাস্ককে বাকস্বাধীনতার মতো মৌলিক মানবাধিকার এবং এর মাধ্যমে শান্তির প্রতি ধারাবাহিক সমর্থনের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাবটি আজ সফলভাবে জমা দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জিং প্রকল্পে সহ-প্রস্তাবক এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ!"
ডিসেম্বরে গ্রিমস বলেছিলেন, মাস্ক "বাকস্বাধীনতা" প্রচারের জন্য নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। ব্রাসেলস সিগনালের সাথে কথা বলতে গিয়ে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য বলেন, "আমি প্রস্তাব করছি, ইলন মাস্ক আগামী বছর নোবেল শান্তি পুরস্কার পাক।" তিনি আরও বলেন, বিলিয়নিয়ার মাস্ক তৃতীয় সহস্রাব্দে অন্য কারো তুলনায় "মৌলিক মানবাধিকার বাকস্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছেন।"
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নরওয়েজিয়ান সংসদ সদস্য মারিয়াস নিলসেন মাস্ককে এই সম্মানের জন্য মনোনীত করেছিলেন।
সেসময় ওই সংসদ সদস্য বলেছিলেন, একটি ক্রমাগত আরো বিভক্ত বিশ্বের মধ্যে তার (ইলন মাস্ক) "সংলাপ, বাকস্বাধীনতা এবং (নিজের মতামত প্রকাশের) সুযোগের দৃঢ় প্রতিরক্ষা"র জন্য তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, মাস্কের প্রযুক্তি কোম্পানিগুলো "বিশ্বকে আরও সংযুক্ত এবং নিরাপদ জায়গা" বানাতে সাহায্য করেছে।
![‘বাকস্বাধীনতা’ নিয়ে কাজ করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইলন মাস্ক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)