ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪ | ৯:২২ এএম
অনলাইন সংস্করণ
‘বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার’
২২ ডিসেম্বর, ২০২৪ | ৯:২২ এএম
![‘বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার’](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/22/20241222092157_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। গতকাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বিডার সেবাদানের মানসিকতা বরাবরই ইতিবাচক। তবে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। অন্তর্বর্তী সরকার সেই প্রতিবন্ধকতাগুলো দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, বিভাগীয় বিনিয়োগ সহায়তা কমিটি সিলেট অঞ্চলে বিনিয়োগ উন্নয়ন এবং ব্যবসার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেবার মান বাড়ানো এবং স্থানীয় বিনিয়োগকারীদের চাহিদা মেটাতে বিডা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
![‘বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার’](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)