ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৮:৩৯ এএম

বিজয় দিবসে ফুলের রাজধানী থেকে ৩ কোটি টাকার বিক্রির লক্ষ্য

১২ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম

বিজয় দিবসে ফুলের রাজধানী থেকে ৩ কোটি টাকার বিক্রির লক্ষ্য

যশোরের গদখালির ফুল চাষিরা বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে উঠে এ বছর লাভের আশা করছেন। তারা বলছেন দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা না থাকলে চলতি বছর গদখালির ফুল সেক্টর থেকে ৬০০ কোটি টাকার ফুল বিক্রি হবে।

চাষী ও বিপণনে জড়িত ব্যবসায়ীরা বলছেন, গত নভেম্বর মাস ও চলতি মাস জুড়ে হরতাল অবরোধের কারণে দেশের বিভিন্ন স্থানে ফুল সরবরাহ ও পরিবহনে দ্বিগুণ অর্থ গুণতে হয়েছে তাদের।

প্রতি বছর ডিসেম্বর মাস থেকে গদখালির ফুলের চাহিদা ও বিক্রি ক্রমাগত বাড়তে থাকে। একইসঙ্গে বাড়তে থাকে ফুলের দামও। আসন্ন বিজয় দিবসকে ঘিরে গদখালির ফুল চাষিরা ৩ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

চাষীরা বলছেন, বর্তমানে ভালো দাম পাচ্ছেন। তবে হরতাল অবরোধে দ্বিগুণ গাড়িভাড়া দিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় ফুল সরবরাহ করতে হচ্ছে।

ফুলচাষি নেতারা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছর গদখালির ফুলচাষীরা রেকর্ড অংকের ফুল বাজারজাত করতে পারবে।

প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ক্রিসমাস, ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানকে টার্গেট করে মোটা অংকের ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন গদখালির ফুল চাষীরা।

বিজয় দিবসে ফুলের রাজধানী থেকে ৩ কোটি টাকার বিক্রির লক্ষ্য