ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:০০:২৩ পিএম

সিমেন্টের ব্যবসায় ৩০ হাজার কোটি রুপি ঋণ আদানি গোষ্ঠীর

২২ অক্টোবর, ২০২৩ | ১০:৩৭ পিএম

সিমেন্টের ব্যবসায় ৩০ হাজার কোটি রুপি ঋণ আদানি গোষ্ঠীর

ভারতের আদানিশিল্প গোষ্ঠী চলতি সপ্তাহে সিমেন্টের ব্যবসায় বিনিয়োগের জন্য ৩০ হাজার কোটি রুপি ঋণ নিতে চলেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে নেয়া এশিয়ায় সবচেয়ে বড় ১০টি ঋণের তালিকায় জায়গা পেতে চলেছে এই ঋণ।

গৌতম আদানির সংস্থা এই ঋণ নিয়ে আম্বুজা এবং এসিসি সিমেন্টে বিনিয়োগ করবে বলে জানা গেছে। আদানি গোষ্ঠীকে তিন বছরের জন্য এই ঋণ দিতে চলেছে ১৮টি বিদেশি ব্যাংক, যার মধ্যে রয়েছে বার্কলেজ, ডয়চে ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড। প্রসঙ্গত, আম্বুজা সিমেন্ট এবং এসিসি সিমেন্টের জন্য নেয়া ১৭ হাজার কোটি রুপির ঋণ ইতোমধ্যে শোধ করেছে আদানি গোষ্ঠী।

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার আগে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর বড় ক্ষতিতে পড়ে আদানি গোষ্ঠী। এ প্রতিবেদনের পর আদানি গোষ্ঠীর শেয়ারের দর হু-হু করে কমে যায়। গোষ্ঠীর বাজার মূলধন ১০০ কোটি ডলারের বেশি কমে যায়।

আম্বুজা সিমেন্ট জানিয়েছে, আদানি গোষ্ঠী সঙ্ঘী ইন্ডাস্ট্রিজের রবি সঙ্ঘী ও পরিবারের কাছ থেকে ৫৬ দশমিক ৭৪ শতাংশ অংশীদারি কেনা হয়েছে। সে জন্য তাদের ব্যয় হয়েছে পাঁচ হাজার কোটি রুপি।

পুঁজিবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা আরও ২৬ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা রয়েছে তাদের।

ফোর্বসের সূত্র মতে, গৌতম আদানি বর্তমানে চার লাখ ৩৮ হাজার কোটি রুপির মালিক। এই ঋণ আদানি গোষ্ঠীর সিমেন্ট ব্যবসাকে কীভাবে সমৃদ্ধ করে, এখন সেটাই দেখার।

সিমেন্টের ব্যবসায় ৩০ হাজার কোটি রুপি ঋণ আদানি গোষ্ঠীর