ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
নাইজেরিয়ায় সেনাবাহিনীর ‘ভুল’ ড্রোন হামলা, ৮৫ বেসামরিক নিহত
৫ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম
![নাইজেরিয়ায় সেনাবাহিনীর ‘ভুল’ ড্রোন হামলা, ৮৫ বেসামরিক নিহত](https://i.vatbondhu.com/images/wp-content/uploads/2023/12/0-4.jpg)
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মুসলিমদের একটি ধর্মীয় সমাবেশে সেনাবাহিনীর এক ভুল ড্রোন হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। রবিবার রাতে ঈদে মিলাদুন্নবী উদযাপনে জড়ো হওয়া মানুষদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ সমাধিস্থ করা হয়েছে। অনুসন্ধান এখনও চলছে। নিহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্করা রয়েছে। আরও অন্তত ৬৬ জন আহত হয়েছেন।
সরকারি ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে, জড়ো হওয়া মুসলিমরা মহানবী (সা.)-এর জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করছিলেন। কাদুনা রাজ্যের তুদুন বিরি গ্রামে জঙ্গি ও ডাকাতদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
নাইজেরিয়ার সেনাবাহিনী সচরাচর সহিংস চরমপন্থি ও বিদ্রোহীদের লক্ষ্য বিমান হামলা চালায়। প্রায় সময় এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। জানুয়ারিতে নাসারাওয়া রাজ্যে এমন হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরেও বেসামরিক নিহত হন।
সর্বশেষ হামলা সম্পর্কে নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দফতরের মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা বলেছেন, সন্ত্রাসীরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের মধ্যে নিজেদের লুকিয়ে রাখে।
নাইজেরীয় প্রেসিডেন্ট বোলা টিনিবু ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও এমন তদন্তের প্রতিবেদন খুব কম প্রকাশিত হয়।
![নাইজেরিয়ায় সেনাবাহিনীর ‘ভুল’ ড্রোন হামলা, ৮৫ বেসামরিক নিহত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)