ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:১৬:২৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪ | ১০:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

শেয়ারবাজারে সপ্তাহের শেষে বুম! ৫ হাজার কোটি টাকা বেড়েছে বাজার মূলধন!

২১ মার্চ, ২০২৪ | ১০:৩৭ পিএম

শেয়ারবাজারে সপ্তাহের শেষে বুম! ৫ হাজার কোটি টাকা বেড়েছে বাজার মূলধন!

টানা পতন কাটিয়ে দ্বিতীয় দিনের মতো ইতিবাচক হলো শেয়ারবাজার। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে ডিএসইর মূল্যসূচক বেড়েছে ৬৯ পয়েন্ট এবং বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা। একইভাবে লেনদেনও বেড়েছে।

বাজার বিশ্লেষণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩৯৭টি কোম্পানির ১৮ কোটি ৭৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে; যার মোট মূল্য ৬১০ কোটি ৮ লাখ টাকা।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩ পয়েন্টে উন্নীত হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে ৫ হাজার কোটি টাকা বেড়ে ৬ লাখ ৯২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

শীর্ষ দশ কোম্পানি: বৃহস্পতিবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- বেস্ট হোল্ডিংস, লাফাজ হোলসিম বাংলাদেশ, গোল্ডেন সন, সেন্টাল ফামা, ফ-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি অজিয়াটা, গোল্ডেন হারভেস্ট এবং ওরিয়ন ফার্মা।

ডিএসইতে বৃহস্পতিবার যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- মনোস্পুল পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিক, পেপার প্রসেসিং, মিডল্যান্ড ব্যাংক, রবি অজিয়াটা, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, হাইডেলবার্গ সিমেন্ট ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- জুট স্পিনার্স, গোবাল হেভী কেমিক্যাল, ফারইস্ট ফাইন্যান্স, এআইবিএল ফার্স্ট ইসলামি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা ও মিথুন নিটিং।

শেয়ারবাজারে সপ্তাহের শেষে বুম! ৫ হাজার কোটি টাকা বেড়েছে বাজার মূলধন!