ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১৮:৩৭ এএম

নির্মাণকাজ শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের

১৫ নভেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম

নির্মাণকাজ শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থাপনা নির্মাণের জন্য ১০৩ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণ করে এর উন্নয়ন, সীমানা-দেয়াল ও মূল গেট নির্মাণ করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ।

গত ৯ নভেম্বর একনেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের জন্য ভূমি অধিগ্রহণ, উন্নয়ন এবং আনুষঙ্গিক কাজ বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন লাভ করেছে।

জানা গেছে, সরকারের নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। বর্তমানে এটি নির্মিতব্য পাবলিক বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জ জেলার বৌলাই ইউনিয়নে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রস্তাব দেন জাতীয় সংসদে। কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়। কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ্রহ ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও।

এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চারটি ইনস্টিটিউট রয়েছে। সেগুলো হলো ইনস্টিটিউট অব ইন্টেলিজেন্ট সিস্টেম ইনস্টিটিউট ফর অটোমেশন। ইনস্টিটিউট অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম ডেভেলপমেন্ট। ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ জেলাসহ সংলগ্ন হাওর এলাকার পিছিয়ে পড়া জনপদের উন্নত ও আধুনিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে সে এলাকায় শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, লিঙ্গসমতার উন্নয়ন অর্থাৎ নারী-পুরুষের সমানুপাতিক হারে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শতভাগ ২০২৫ সালের ৩১ আগস্ট মেয়াদে যৌথভাবে বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।

প্রকল্পটি ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত। এ ছাড়া মাউশি বিভাগ থেকে প্রকল্পে অর্থায়ন নিশ্চিতকরণে ডিপিপিতে এমটিবিএফ প্রত্যয়ন সংযুক্ত করা হয়েছে।

এমন পরিস্থিতিতে মাউশি বিভাগের আওতায় ইউজিসি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ কর্তৃক প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের জন্য ভূমি অধিগ্রহণ, উন্নয়ন ও আনুষঙ্গিক কাজ বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে ২০২৫ সালের আগস্ট মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে একনেকের অনুমোদনের জন্য সুপারিশ করা হলো।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার আগ্রহ ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তার আগ্রহেই সরকারের পক্ষ থেকে এ বিশ্ববিদ্যালয়টি স্থান করা হচ্ছে। এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলাসহ সংলগ্ন হাওর এলাকার পিছিয়ে পড়া জনপদের উন্নত ও আধুনিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এলাকায় শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, লিঙ্গসমতার উন্নয়ন অর্থাৎ নারী-পুরুষের সমানুপাতিক হারে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি।

নির্মাণকাজ শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের