ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ডিএসইর স্মার্ট সাবমিশন সিস্টেম ‘গো-লাইভ’ চালু
১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
![ডিএসইর স্মার্ট সাবমিশন সিস্টেম ‘গো-লাইভ’ চালু](https://i.vatbondhu.com/images/wp-content/uploads/2024/02/75188d47d4886a1e80db2e2038f7177cc3bf052ba58f04a7-1.png)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারী কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ও তাদের দৈনন্দিন তথ্য আপডেটের জন্য 'স্মার্ট সাবমিশন সিস্টেম' চালু হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ডিএসইর ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সিস্টেমের গো-লাইভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট সাবমিশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিগুলো তাদের সব ধরনের তথ্য, যেগুলো ডিএসইতে নিয়মিত সরবরাহ করতে হয়, সেগুলো দ্রুত ও ঝামেলাবিহীনভাবে সরবরাহ করতে পারবে। ডিএসই এই সফটওয়্যার সেবাটি কোম্পানিগুলোকে বিনামূল্যে প্রদান করবে।
ডিএসই কর্তৃপক্ষ জানায়, স্মার্ট সাবমিশন সিস্টেম গো-লাইভের মাধ্যমে দেশ স্মার্ট বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। এ সফটওয়্যারের মাধ্যমে সব ধরনের ফি দেওয়া যাবে। পাশাপাশি সব ধরনের লেনদেন পেপারলেস হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট রুপালি হক চৌধুরী বলেন, ডিএসই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যবসায়ীদের জন্য তথ্য সরবরাহ সহজ হবে।
ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাইফুল ইসলাম বলেন, ডিএসইর মূল কাজ সঠিক তথ্য সরবরাহ করা। এই সফটওয়্যারের মাধ্যমে তা নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জও স্মার্ট হয়ে উঠেছে।
![ডিএসইর স্মার্ট সাবমিশন সিস্টেম ‘গো-লাইভ’ চালু](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)