ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০৫:৫৯ পিএম

‘সুবিধাবঞ্চিত মানুষদের জন্যই- সম্ভাবনা’ - মুশফিকা নিশাত

২৫ নভেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম

‘সুবিধাবঞ্চিত মানুষদের জন্যই- সম্ভাবনা’ - মুশফিকা নিশাত

আমি মুশফিকা নিশাত সহ উদ্দ্যোক্তা সম্ভবনা। সম্ভাবনা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘সম্ভাবনা’র পথ চলা শুরু হয় ২০১১ সালে। সূচনালগ্ন থেকে সংগঠনটি দেশে দারিদ্র ও পিছিয়ে পরা জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। 

সম্ভবনা গত ১২ বছরে সাফল্যের সাথে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ‘পুষ্পকলি স্কুল’, সুবিধা বঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বি করতে ‘অনিন্দিত নারী’ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘স্বনির্ভর’ প্রকল্প পরিচালনা করে আসছে। 

সুবিধা বঞ্চিত শিক্ষিত বেকার জনগোষ্ঠির বিনামূল্যে আইটি প্রশিক্ষন প্রদানের লক্ষ্যে সম্ভাবনা ‘সম্ভাবনা আইসিটি সেন্টার’ নামে একটি নতুন উদ্দ্যোগ হাতে নিয়েছে। “প্রযুক্তির অধিকার আলোকিত জীবনের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে দেশের সকল স্তরের মানুষের মাঝে প্রযুক্তি আলো পৌছে দিতে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।  

যার মাধ্যমে সুবিধা বঞ্চিত, কর্মহারানো, শিক্ষা বঞ্চিত  নারী ও পুরুষদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করে চলছে। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে স্বল্পমেয়াদি প্রশিক্ষন প্রকল্প পরিচালনা করছে সম্ভাবনা। 

এ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পরা ও সুবিধা বঞ্চিত নারীদের বিনামূল্যে স্বল্প মেয়াদি হস্ত শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন দিবে সম্ভাবনা।

সম্ভাবনা'র বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৫ হাজার মানুষকে শিক্ষা এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে।  প্রায় ২৫ হাজার মানুষ সম্ভাবনা'র মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে  উপকৃত হয়েছে। এছাড়াও দেশের আপদকালিন সময়ে লক্ষাধিক মানুষকে সহায়তা প্রদান করেছে সম্ভাবনা।

উল্লেখ্য - ২০২৩ সালে সি আর আই এবং ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনা। দক্ষতা এবং কমর্সংস্থান বিভাগে সম্মাননা পেয়েছে সংগঠনটি। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির সহ উদ্দ্যোক্তা মুশফিকা নিশাত।

আরো জানতে ভিজিট করুন: sombhabona.org

‘সুবিধাবঞ্চিত মানুষদের জন্যই- সম্ভাবনা’ - মুশফিকা নিশাত