ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ছয় মাসে আয় ২৮ বিলিয়ন ডলার
৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
নানা সংকটের মধ্যেও রফতানিতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে দেশের তৈরি পোশাক শিল্পে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-জানুয়ারি) পোশাক খাত থেকে রফতানি আয় হয়েছে ২৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। যদিও গত টানা ৩ মাস পোশাক রফতানির প্রবৃদ্ধি নেতিবাচক ছিল, তবে সর্বশেষ জানুয়ারি মাসে পোশাক রফতানির আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৪৫ শতাংশ।
২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে দেশ থেকে তৈরি পোশাক রফতানি হয় ২৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের। এ বছরের ৬ মাসে ৩ দশমিক ৪৫ শতাংশ বেড়ে হয়েছে ২৮.৩৬ বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে নিটওয়্যার খাতে রফতানি আয় হয়েছে ১৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ এবং ওভেন গার্মেন্টস থেকে আয় হয় ১২ দশমিক ১৮ বিলিয়ন ডলার, বৃদ্ধি কম হয় ২ দশমিক ২০ শতাংশ। আর একক মাস হিসাবে চলতি ২০২৪ সালের জানুয়ারিতে পোশাক থেকে রফতানি আয় হয়েছে ৪ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩ সালের জানুয়ারির তুলনায় ১২ দশমিক ৪৫ শতাংশ বেশি।
পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ও মো. মহিউদ্দিন রুবেল এ বিষয়ে বলেন, পণ্যে বৈচিত্র্য আনার কারণে বৈশি^ক অর্থনৈতিক মন্দার মধ্যেও ভালো করছে বাংলাদেশ। এখন আমরা নতুন নতুন বাজার খুঁজছি। আশা করছি, আগামী দিনগুলোতেও রফতানির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
এদিকে বছরের প্রথম মাস জানুয়ারিতে পণ্য রফতানি করে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। একক মাস হিসাবে এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ রফতানি আয়।
ইপিবির তথ্য বলছে, রফতানি আয়ে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরের ৭ মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য রফতানি করে আয় হয়েছে ৩ হাজার ৩২৬ কোটি ডলার। এই আয় গত অর্থবছরের প্রথম ৭ মাসের তুলনায় ২.৫২ শতাংশ বেশি। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭.২৮ শতাংশ কম। অর্থবছরের প্রথম ৭ মাসে রফতানির লক্ষ্য ঠিক করা ছিল ৩ হাজার ৫৮৭ কোটি ডলার।