ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:১১:০৮ এএম

দুবাইয়ে বাংলাদেশ বইমেলার উদ্বোধন

১৬ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম

দুবাইয়ে বাংলাদেশ বইমেলার উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বাংলাদেশ বইমেলা শুরু হয়েছে। দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে দুবাই কনস্যুলেট জেনারেল।

মেলার উদ্বোধন করেন অধ্যাপক সৈয়দ ড. মনজুরুল ইসলাম ও প্রধান অতিথি আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর।

বক্তব্যে ড.সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের বইমেলা আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রবাসী বাঙালিদের মাঝে দেশের সংস্কৃতি ও সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি করে।

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদেশের মাটিতে বইমেলা আয়োজন অনেক কঠিন কাজ। কিন্তু এই বইমেলা প্রবাসী বাঙালিদের মাঝে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করবে বলে তিনি আশা করেন।

রাষ্ট্রদূত আবু জাফর বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে বইমেলার মতো অনুষ্ঠানের আয়োজন করা জরুরি। প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দকে এ ব্যাপারে আরও উদ্যোগী হতে আহ্বান জানান তিনি।

মেলায় আশা দর্শনার্থীরা বলেন, এটি শুধু বইমেলা নয়, এটি সংস্কৃতি মেলা, আনন্দ উৎসব। প্রবাসী বাঙালিদের একত্রিত করার একটি সুযোগ।

মেলার প্রথম দিনে চারটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। মেলায় আসতে পেরে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত।

দুবাইয়ে বাংলাদেশ বইমেলার উদ্বোধন