ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫৮:৪৬ পিএম

নিসান স্বচালিত ট্যাক্সি পরিষেবা আনবে জাপানে

২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম

নিসান স্বচালিত ট্যাক্সি পরিষেবা আনবে জাপানে

জাপানে স্বচালিত ট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা করছে নিসান মোটর কোম্পানি লিমিটেড। ২০২৭-২৮ অর্থবছর থেকে (মার্চ-এপ্রিল) এটি চালু হতে পারে। গতকাল এক বিবৃতিতে এমনটা জানিয়েছে শীর্ষস্থানীয় এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

জাপান বিশ্বের সবচেয়ে বেশি প্রবীণ জনগোষ্ঠীর দেশ। সেখানকার প্রায় ৩০ শতাংশ জনগণের বয়স ষাটোর্ধ্ব। প্রবীণদের সংখ্যা বেশি হওয়ায় দেশটিতে গাড়ির চালক সংকট দেখা দিয়েছে। তাছাড়া অতিবয়স্কদের গাড়ি চালানোর ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও থাকে বেশি। এসব বিষয় বিবেচনায় স্বচালিত ট্যাক্সি পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে নিসান।

কোম্পানিটি আরো জানায়, আগামী অর্থবছর থেকে এ পরিষেবার বাণিজ্যিক ট্রায়াল শুরু হবে। মিনিভ্যান ব্যবহার করে এ ট্রায়াল পরিচালনা করা হবে দক্ষিণ টোকিওর ইকোহামা অঞ্চলে।

কোম্পানিটির দেয়া বিবৃতিতে বলা হয়, জাপানের জনগণ চালক সংকটসহ পরিবহন ব্যবস্থায় নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মূল কারণ প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়া। এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও পরিবহন নিয়ন্ত্রকদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে নিসান। এর মাধ্যমে বড় পরিসরে স্থানীয় জনগণকে পরিবহন সেবা দেয়া হবে।

শুধু জাপানই নয়, বিশ্বের আরো অনেক দেশই স্বচালিত যানবাহন প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং সড়কে সেগুলোর ব্যবহার শুরু করেছে। তবে জাপানে এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে গতিসীমায়।

গত বছরই জাপানের ট্রাফিক আইনে সড়কে চার লেভেলের স্বচালিত গাড়ি চলার অনুমতি দেয় জাপান। গাড়ি স্বচালন সক্ষমতা নির্দেশ করা হয় লেভেল ০-৫ এর মধ্যে। এক্ষেত্রে লেভেল-৫ এর মাধ্যমে পুরোপুরি সক্ষমতার স্বচালিত গাড়িকে বোঝায়।

নিসান জানায়, কোম্পানিটি ২০১৭ সাল থেকে জাপান ও অন্যান্য দেশে স্বচালিত পরিবহন সেবার বিজনেস মডেল নিয়ে কাজ করছে।

গত বছর নিসানের অন্যতম প্রতিদ্বন্দ্বী হোন্ডা ও মার্কিন অটো জায়ান্ট জেনারেল মোটরস যৌথ উদ্যোগে জাপানে স্বচালিত রাইড সার্ভিস চালুর ঘোষণা দেয়া। ২০২৬ সালের প্রথম দিকে এটি চালু হবে বলেও জানানো হয়।

এদিকে টয়োটাও জাপানের সীমিত কিছু জায়গায় লেভেল-৪ রাইড সার্ভিস চালুর পরিকল্পনা করছে। এ বছরের শেষ দিকে এ পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছে কোম্পানি সংশ্লিষ্টরা।

নিসান স্বচালিত ট্যাক্সি পরিষেবা আনবে জাপানে