ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৩০:৫৭ পিএম

বাংলাদেশে এসে জাহাজ নির্মাণ করতে বেলজিয়ামের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ অক্টোবর, ২০২৩ | ১০:৩৭ পিএম

বাংলাদেশে এসে জাহাজ নির্মাণ করতে বেলজিয়ামের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

একই সঙ্গে ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ব্রাসেলসে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা এখন জাহাজ নির্মাণ করছি। তবে আপনি উন্নতমানের জাহাজ তৈরি করতে বাংলাদেশে আসতে পারেন। আমরা পায়রায় একটি বড় সমুদ্রবন্দর নির্মাণ করছি, আমরা আপনাকে এখানে স্বাগত জানাচ্ছি।

এফপিএস চ্যান্সেলারিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের জানান।

মন্ত্রী বলেন, ক্রু আশা প্রকাশ করেন, তারা নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে কাজ করবেন। জবাবে শেখ হাসিনা বলেন, বেলজিয়াম শুধু নবায়নযোগ্য জ্বালানি নয়, জাহাজ নির্মাণ খাতেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে।

ড. মোমেন বলেন, বেলজিয়ামকে ফার্মাসিউটিক্যালস খাতে একটি অংশীদারিত্ব চুক্তি সই করতে বলা হয়েছিল। এমনটি হলে বেলজিয়াম সাশ্রয়ী মূল্যে ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করতে পারে, ক্রু প্রস্তাবটি পছন্দ করেছেন।

বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

একই দিন বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

শেখ হাসিনা পরে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্টের আমন্ত্রণে সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। ২৫ অক্টোবর সকালে, তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই দ্বিপাক্ষিক বৈঠকের পর, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরো’র একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো’র অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। এ এছাড়া,এই সফরে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরো’র পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান শেষে আজ শুক্রবার দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত ২টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করবে।

সূত্র: আমাদের সময়.কম
বাংলাদেশে এসে জাহাজ নির্মাণ করতে বেলজিয়ামের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর