ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৩:৫৭:২০ পিএম

রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫ নভেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম

রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আয়-ব্যয় সমান ধরে রাজশাহী সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরে জন্য এক হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র। ২০২২-২৩ অর্থবছরে সিটি করপোরেশনের বাজেটের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৭ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে গিয়ে এর আকার দাঁড়ায় ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার টাকা।

এ সময় সিটি মেয়র লিটন বলেন, রাজশাহীকে অত্যাধুনিক বাসযোগ্য, স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নেওয়া হচ্ছে নতুন নতুন আরও প্রকল্প। লিটন বলেন, বাজেট প্রণয়ন শুধু আয়-ব্যয়ের খতিয়ান নয়। এর মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়নের ভাবনা প্রতিফলিত হয়ে থাকে। গতবারে মতো এবারের বাজেটও উচ্চবিলাসী নয়। হাতে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রাজশাহী যেমন দেশের মধ্যে রোল মডেল এ পরিণত হবে, তেমনি উন্নত হবে নগরবাসীর জীবনযাত্রা। বাজেটে সড়ক প্রশস্তকরণ, সংযোগ সড়ক, জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা-স্বাস্থ্য পরিবেশের উন্নয়ন, ডিজিটাল কাযক্রম নৌ-বন্দর স্থাপনসহ সিটি কপোরেশনের উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরা হয়। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চান সিটি মেয়র।

রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা