রামমন্দিরের দানবাক্সে প্রথম দিনে ৩ কোটি ১৭ লাখ রুপি!মোট ১০টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল ‘অনলাইন ডোনেশনে’র।
সোমবার উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা। মন্দিরের এক অছি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, মঙ্গল এবং বুধ দু’দিনেই অন্তত ৫ লাখ (দিন প্রতি) ভক্তের সমাগম হয়েছে রামমন্দিরে। আর প্রথম দিনেই ৩ কোটি ১৭ লাখ রুপি জমা পড়েছে মন্দিরের দানবাক্সে।
আপাতত শুধু মঙ্গলবারের দানের হিসাব করে উঠতে... বিস্তারিত