শ্রীলংকায় জ্বালানি তেল পরিশোধনে যুক্ত হলো সিনোপেকশ্রীলংকার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে যুক্ত হলো চীনের বৃহত্তম জ্বালানি সংস্থা সিনোপেক। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা শহরে ৩৭০ কোটি ডলারের পরিশোধনাগার চালু করতে গত বুধবার এ চুক্তি হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, এ প্রকল্প থেকে কী পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল রফতানি হবে, তা সিনোপেক ও শ্রীলংকা একসঙ্গে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটি দেশে সবচেয়ে বড়... বিস্তারিত