জমে উঠছে অফিসে অফিসে মিনি করমেলাআয়কর মেলার পরিবর্তে নভেম্বর মাসজুড়ে চলছে আয়কর সেবা মাস, যেখানে ঢাকাসহ দেশের ৪১টি কর অঞ্চলে মিনি করমেলার মাধ্যমে করসেবা দেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এই উদ্যোগে, করদাতারা প্রতিদিন অফিস চলাকালীন সময়ে রিটার্ন দাখিল, ই-টিআইএন নিবন্ধন, অনলাইনে রিটার্ন দাখিলসহ বিভিন্ন আয়কর সেবা পাচ্ছেন। এই বিশেষ করসেবা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ঢাকার কর অঞ্চল-১ ও কর অঞ্চল-৪ অফিসে... বিস্তারিত