হিলিতে কেজিতে ১ হাজার টাকা কমেছে এলাচের দামদিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে সব ধরণের মসলার দাম। এতে খুশি সাধারণ মানুষ।
শনিবার (২৭ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত কোরবানির ঈদের সময় ৪ হাজার টাকা কেজি দরে বিক্রি হওয়া এলাচ বর্তমানে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়, ৫০০ টাকার দারচিনি ৪৫০ টাকায়, ১৭০০ টাকার লঙ ১৪০০ টাকায়, ২০০ টাকার মউরি ১৫০ টাকায়, ২৮০০... বিস্তারিত