বাংলাদেশের পাঠ্যবইয়ে মানচিত্র ও তথ্য নিয়ে চীনের আপত্তিবাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের দুটি পাঠ্যবই বই ও জরিপ অধিদফতরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল ও‘আকসাই চীন’কে ভুলভাবে ভারতের অংশে দেখানো হয়েছে। চীন বলছে, এগুলো অরুণাচল ও কাশ্মীর নয়, এটি ‘জ্যাংনান’ এবং ‘আকসাই চীন’, যা চীনের অংশ।
বাংলাদেশের এ ক্ষেত্রে তথ্য বিভ্রাট হয়েছে দাবি করে চিঠি দিয়েছে দেশটি। এছাড়া হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে আলাদা করে বাণিজ্যের বিষয়টি উল্লেখ করায়... বিস্তারিত