বেভারেজ পণ্যে করভার কমানোর প্রস্তাব অ্যামচেমেরআমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) পক্ষ থেকে কার্বোনেটেড বেভারেজ পণ্যে সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি) কমানোর প্রস্তাব দেওয়ার পর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রস্তাব নাকচ করে দিয়েছে।
আজ প্রাক-বাজেট আলোচনায় অ্যামচেমের ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান মাহমুদ বাজেট প্রস্তাবনা তুলে ধরেন, যেখানে তিনি বলেন, গত জানুয়ারিতে কার্বোনেটেড বেভারেজ পণ্যের উপর কর বৃদ্ধি করা হয়েছিল, এবং এই করভার কমানোর... বিস্তারিত