বেড়েছে ওষুধের দামবেড়ে চলেছে ওষুধের দাম। দুই বছর আগে করোনার সময় যেভাবে বেড়েছিল ওষুধের দাম তা আর কমেনি। বর্তমানে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণেও অব্যাহত রয়েছে ওষুধের ঊর্ধ্বমুখী মূল্য। বিশেষ করে জরুরি চিকিৎসায় ব্যবহৃত নাপা, সেকলো, অমিডন, মন্টিয়ার-মোনাস, এমকাস, রিভার্সএয়ারের মতো ওষুধগুলোর দাম বেড়েছে কারণ ছাড়াই। ২০ টাকার নাপা সিরাপ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ৪৫ টাকার সেকলো কিনতে দিতে হচ্ছে ৬০ টাকা। এদিকে আমদানি করলেও এখনো কমেনি ডেঙ্গুর চিকিৎসায়... বিস্তারিত