পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছেদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ পৌঁছেছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় বহির্নোঙরে নোঙর করে জাহাজটি। এবার জাহাজটিতে চিনি, আখের গুড়, ডলোমাইট, সোডা অ্যাশ, থ্রি-পিস, খেজুরসহ নানান ধরনের পণ্য রয়েছে।
জাহাজটি করাচি বন্দর থেকে ৮১১ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে ১১ ডিসেম্বর রওনা দেয়। এতে ৬৭৮ টিইইউস কনটেইনার... বিস্তারিত