টানবাজারে দাম কমলেও সুতা বেচাকেনায় মন্দাদেশের বৃহত্তম পাইকারি বাজার টানবাজারে সুতা বেচকেনায় মন্দা চলছে। এক মাসের ব্যবধানে বাজারে সুতার দাম প্রতি কাউন্টে প্রকারভেদে ২-৩ টাকা কমেছে। তা সত্ত্বেও বেচাকেনার পরিমাণ খুবই কম।
ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে মন্দাভাব, ব্যাংক খাতে তারল্য সংকট, নতুন বিনিয়োগ না হওয়া ও গার্মেন্টস খাতে বিদেশী কার্যাদেশ কমে যাওয়ার কারণে সুতা বেচকেনায় মন্দা চলছে। এছাড়া স্পিনিং মিল মালিক ও সুতা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মৌসুম... বিস্তারিত