খরায় নামিবিয়ায় দুর্ভিক্ষ, হাতি, জলহস্তী, জেব্রা মেরে খাদ্যসঙ্কট মেটানোর সিদ্ধান্ত!মাংসের জন্য ৩০টি জলহস্তী, ৬০টি মহিষ (কেপ বাফেলো), ৫০টি ইম্পালা, ১০০টি ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০টি জেব্রা, ৮৩টি হাতি এবং ১০০টি ইল্যান্ড মারার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার দেশ নামিবিয়া।
দীর্ঘ অনাবৃষ্টির জেরে খরার মুখে আফ্রিকার দক্ষিণ অঞ্চলের দেশ নামিবিয়া। জলের অভাবে চাষাবাদ না হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্যসঙ্কট। এই পরিস্থিতিতে বন্যপ্রাণী মেরে খাদ্যসঙ্কট মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।
নামিবিয়া... বিস্তারিত