তীব্র গ্যাস সংকট কারনে জুকে পরছে শীল্পকারখানাচট্টগ্রামে ছোট-বড় এক হাজার ২০০ কারখানায় গ্যাস সরবরাহ দিচ্ছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। জিপিএইচ ইস্পাত, বিএসআরএম, একেএস, কেএসআরএম, গোল্ডেন ইস্পাত, এইচএম স্টিল, বায়েজিদ স্টিলসহ চট্টগ্রামে রয়েছে ইস্পাত শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানের বেশির ভাগই।
এখানে আছে সিইউএফএল, কাফকো, ডিএপি ফার্টিলাইজার কোম্পানিসহ সার উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান। সিমেন্ট উৎপাদন করা ৯-১০টি প্রতিষ্ঠানের কারখানাও আছে চট্টগ্রামে। আছে পাঁচ শতাধিক গার্মেন্ট কারখানা ও কাঁচ... বিস্তারিত