যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ৫০ শিশুকে আশ্রয় দেবে কোস্টারিকাযুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২০০ এশীয় অভিবাসীর মধ্যে ৫০ শিশুকে আশ্রয় দেবে কোস্টারিকা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো চ্যাভেস এ ঘোষণা দেন।
এর আগে কোস্টারিকা, পানামা ও গুয়াতেমালা অভিবাসীদের গ্রহণ করতে এবং তাদের নিজ দেশ বা অন্যান্য আতিথেয়তাকারী দেশে না পাঠানো পর্যন্ত আশ্রয় দিতে সম্মত হয়েছে।
কোস্টারিকার প্রেসিডেন্ট চ্যাভেস বলেন, ৫০ জন শিশু আসছে। আমরা এখানে তাদের সঙ্গে ভালো... বিস্তারিত