সাত মাসে ১ কোটির বেশি যাত্রী পেয়েছে ইতিহাদচলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) ১ কোটি ৪ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ।
এর মধ্যে শুধু জুলাইয়ে পেয়েছে ১৭ লাখ যাত্রী, যা গড় আসন সক্ষমতার ৮৯ শতাংশ পূর্ণ রেখেছিল।
এ বিষয়ে ইতিহাদ এয়ারওয়েজের সিইও আন্তোনোয়াল্ডো নেভেস বলেন, ‘গত বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে আমাদের যাত্রী সংখ্যা ৩৩ শতাংশ বেড়েছে, যা কোম্পানির অব্যাহত শক্তিশালী... বিস্তারিত