ডিপসিকের চেয়েও শক্তিশালী এআই মডেল তৈরির দাবি আলিবাবারচীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের এআই মডেল কুয়েনের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, সক্ষমতায় চ্যাটজিপিটি ও বহুল আলোচিত চীনা এআই ডিপসিকের চেয়েও বেশি শক্তিশালী এই সংস্করণ, যা চমকে দিতে পারে বিশ্বকে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের ভেতরে ও বাইরে শক্তিশালী নতুন এআই সিস্টেম তৈরির উন্মত্ত তাড়াহুড়োরই প্রতিফলন এটি।
আলিবাবার ক্লাউড বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স প্রায়... বিস্তারিত