বিদেশী বিনিয়োগ আকর্ষণে ভিসা নীতি শিথিল নিউজিল্যান্ডেঅর্থনীতি চাঙ্গা করতে বিদেশী বিনিয়োগকারীদের জন্য ভিসা নীতি শিথিল করছে নিউজিল্যান্ড, যা শিগগিরই কার্যকর হবে। গতকাল এ তথ্য জানিয়েছে দেশটির মধ্য ডানপন্থী সরকার।
নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানান, বিদেশী বিনিয়োগকারীদের জন্য ভিসা আরো সহজ ও নমনীয় করা হবে। যাতে তারা মূলধন, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগের"জন্য নিউজিল্যান্ডকে বেছে নিতে উৎসাহিত হন।
এরিকা স্ট্যানফোর্ডের এক বিবৃতি অনুসারে, ‘উচ্চ ঝুঁকির বিনিয়োগ"ও মিশ্র... বিস্তারিত