এখনও গরীবের টাকায় পূর্ণ হচ্ছে এনবিআরের কোষাগার : এনবিআর চেয়ারম্যানজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, দেশের কোষাগার এখনও গরীবের টাকায় পূর্ণ হচ্ছে, কারণ ধনীদের ট্যাক্স আদায় কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। তিনি রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সম্মেলনে এ মন্তব্য করেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, "ধনীদের ট্যাক্স আদায় করতে আমরা সফল হতে পারিনি, ফলে আমাদের কোষাগার এখনও গরীবদের... বিস্তারিত