রাজারহাট মোকাম ভাইরাসের সংক্রমণে চামড়ার দরপতনখুলনা অঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাট। ঈদের পর প্রথম হাটবার ক্রেতা-বিক্রেতায় সরগরম থাকলেও চামড়ার জোগান ছিল কম। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, এবারো চামড়ার দাম কম। যদিও আড়ৎদারদের দাবি, চামড়ায় এক ধরনের ভাইরাসের সংক্রমণের কারণে দরপতন হয়েছে। তবে ভালো মানের চামড়া সরকারের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।
যশোরের ব্যাপারী হাসিবুল হক বলেন, ‘এবার ভাইরাসের সংক্রমণের কারণে চামড়া ফেটে যাচ্ছে। তাই দাম পড়ে... বিস্তারিত