রহস্যময় মার্বেলের ভয়ে সিডনির সৈকত বন্ধঅস্ট্রেলিয়ায় সিডনির উত্তরাঞ্চলের ৯টি সৈকত রহস্যময় গোলাকৃতির বস্তু ভেসে আসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তরাঞ্চলের বিচ কাউন্সিল ঘোষণা করেছে-ম্যানলি, ডি ওয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ ও সাউথ কার্ল, নর্থ স্টেইন এবং নর্থ নারাবিন সৈকতগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
কাউন্সিল জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটির (ইপিএ) সঙ্গে যৌথভাবে এই বলগুলো... বিস্তারিত