৪৫০ কি. মি. গতির ট্রেন চালু হচ্ছে চীনেনতুন ট্রেনটি যৌথভাবে বানিয়েছে চেংচুন রেলওয়ে ভেহিক্যালস এবং সিফাং কোম্পানি লিমিটেড। তারা রেলগাড়িটির প্রশংসা করে বলেছে, এটির গতি, শক্তির কার্যকারিতা, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং সিস্টেম বেশ ভালো।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, ট্রেনটি ৩ হাজার সিমুলেশন এবং ২ হাজারের বেশি প্ল্যাটফর্ম টেস্টের মধ্য দিয়ে গেছে। তবে যাত্রী পরিবহনের আগে এটির আরও লাইন টেস্ট ও অন্যান্য পরিমার্জন প্রয়োজন।
বিস্তারিত