চট্টগ্রামে বন ধ্বংসের পথে ,২০ হাজার একর জমি দখলের অভিযোগচট্টগ্রামে প্রায় ২০ হাজার একর বনভূমি প্রভাবশালীদের কাছে অবৈধ দখলে রয়েছে। জাল বিএস খতিয়ান তৈরি করে ও প্রভাব খাটিয়ে জবরদখলে রেখেছে প্রভাবশালীরা। বনভূমির এসব জায়গায় মাল্টা বাগান, পানের বরজ, পুকুর খনন করে মাছ চাষ, পার্ক, মাছের ঘের, শিপ ইয়ার্ড ডেইরি খামারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগ করা হচ্ছে। অবৈধ দখল উচ্ছেদের বন বিভাগের গাছাড়া ভাব।
বন বিভাগের কর্মকর্তারা জানান,... বিস্তারিত