বাতিল হচ্ছে শাহজালাল বিমানবন্দরে ঢোকার পাস, নিতে হবে ‘এভসেক আইডি’পুরনো পাস ব্যবহার করে ৩০ নভেম্বরের পর আর শাহজালাল বিমানবন্দরে ঢুকতে পারবেন না বিমানবন্দরের কর্মীরা।
তার পরিবর্তে বিমানবন্দর সংশ্লিষ্ট, এয়ারলাইন্স বা সরকারি সংস্থার কর্মীদের নিতে হবে এভিয়েশন সিকিউরিটি আইডেন্টিফিকেশন বা এভসেক আইডি।
গত ১২ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের এক প্রজ্ঞাপনে বলা হয়, বেবিচকের এয়ারপোর্ট পাস পলিসি-২০২০ অনুযায়ী আগে ইস্যু করা এয়ারপোর্ট সিকিউরিটি পাসগুলো ৩০ নভেম্বরের পরে... বিস্তারিত