বিশ্বব্যাপী খাদ্যশস্যের সমাপনী মজুদ কমার পূর্বাভাস আইজিসিরবিশ্বব্যাপী ২০২৪-২৫ বিপণন বর্ষে খাদ্যশস্যের সমাপনী মজুদ ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন্স কাউন্সিল (আইজিসি)। সংস্থাটি বলছে, উৎপাদনের তুলনায় ব্যবহার বাড়ায় খাদ্যশস্যের মজুদ কমে যেতে পারে। সম্প্রতি আইজিসির মাসিক শস্যবাজার প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়।
প্রতিবেদনে খাদ্যশস্যের (গম, ভুট্টাসহ অন্যান্য দানাদার শস্য) সমাপনী মজুদের পূর্বাভাসও সংশোধন করেছে আইজিসি। আগের মাসের তুলনায় ৮০ কোটি টন কমিয়ে... বিস্তারিত