কানাডায় প্রথমবারের মতো ক্লেড-১ মাঙ্কিপক্স শনাক্তউত্তর আমেরিকার দেশ কানাডায় প্রথমবারের মতো মাঙ্কিপক্সের ক্লেড-১ ধরন শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার পিএইচএসি জানায়, দেশটির ম্যানিটোবা প্রদেশে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ক্লেড-১ ধরন শনাক্ত হয়েছে।
কানাডার পাবলিক হেলথ এজেন্সি আরও জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি মধ্য ও পূর্ব আফ্রিকায় ভ্রমণ করেছিল। সেখান থেকেই ফিরেই তিনি কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে চিকিৎসা চান।... বিস্তারিত