সিমেন্টের ব্যবসায় ৩০ হাজার কোটি রুপি ঋণ আদানি গোষ্ঠীরভারতের আদানিশিল্প গোষ্ঠী চলতি সপ্তাহে সিমেন্টের ব্যবসায় বিনিয়োগের জন্য ৩০ হাজার কোটি রুপি ঋণ নিতে চলেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে নেয়া এশিয়ায় সবচেয়ে বড় ১০টি ঋণের তালিকায় জায়গা পেতে চলেছে এই ঋণ।
গৌতম আদানির সংস্থা এই ঋণ নিয়ে আম্বুজা এবং এসিসি সিমেন্টে বিনিয়োগ করবে বলে জানা গেছে। আদানি গোষ্ঠীকে তিন বছরের জন্য এই ঋণ দিতে চলেছে ১৮টি বিদেশি ব্যাংক, যার মধ্যে রয়েছে বার্কলেজ, ডয়চে ব্যাংক,... বিস্তারিত