ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় বাড়ল ২ দিন
২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
![অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় বাড়ল ২ দিন](https://i.vatbondhu.com/images/wp-content/uploads/2024/02/R2CuoCPrPZshgSRNVFSqM0KF7eaMb43ygNYyYwHu.webp)
নিজস্ব প্রতিবেদন : অমর একুশে বইমেলা-২০২৪ এর নির্ধারিত সময়ের বাইরে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা এ তথ্য জানান।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর সম্মতিতে বইমেলার মেয়াদ দুই দিন বাড়ানো হয়েছে।’
এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, 'আজ(মঙ্গলবার) প্রধানমন্ত্রী মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। আমরা এখন মেলা পরিচালনা কমিটিকে এ বিষয়ে অবহিত করছি। তারা মেলার মাইকে ঘোষণা দেবেন এবং বুধবার অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে।’
ঘোষণা অনুযায়ী আগামী ২ মার্চ বইমেলা শেষ হবে।
![অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় বাড়ল ২ দিন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)