ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫৪:২১ পিএম

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমেছে

২৩ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩৭ পিএম

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমেছে

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে বলেছেন, গত তিন প্রান্তিকে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৬ শতাংশ কমেছে। তিনি বলেন, এটি বাণিজ্য ঘাটতি কমানোর ইঙ্গিত দিচ্ছে।

চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রফতানি ছিল ৫.৯ বিলিয়ন ডলার এবং আমদানি ছিল ২২.১ বিলিয়ন ডলার।  বাংলাদেশে বর্তমানে চীনের এফডিআই স্টক ৩.১৭ বিলিয়ন ডলার।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বাংলাদেশে ৬০০-এরও বেশি চীনা কোম্পানি বিনিয়োগ করেছে। ভবিষ্যতে চীনা বিনিয়োগ প্রস্তাবগুলোকে বিডা সর্বোচ্চ সহায়তা দেবে।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিসিসিসিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমেছে