ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
তৃতীয়বার মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা
১৯ জানুয়ারি, ২০২৪ | ১০:৩৭ পিএম
![তৃতীয়বার মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা](https://i.vatbondhu.com/images/wp-content/uploads/2024/01/huthi-1702933721.webp)
মার্কিন জাহাজে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি এবার এডেন উপসাগরে মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, তাদের নেভাল ফোর্স চেম রেংগার নামের একটি জাহাজকে লক্ষ্যে করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলো জাহাজে সরাসরি আঘাত করেছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এ নিয়ে তিন দিনের মধ্যে তৃতীয়বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। সেন্টকম হামলার জায়গার বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে তারা জানিয়েছে, জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মার্কিন মালিকানাধীন জাহাজটি গ্রিক কোম্পানির দ্বারা পরিচালিত হয়ে আসছিল।
সমুদ্রগামী জাহাজের তথ্যসংশ্লিষ্ট ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি ট্যাংকার ছিল। এটি সৌদি আরবের জেদ্দা থেকে কুয়েত যাচ্ছিল।
![তৃতীয়বার মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)